বরিশালে র্যাবের হাতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বরিশাল ব্যুরো
২৮ জানুয়ারি ২০২২, ১৪:৫৯:০৭ | অনলাইন সংস্করণ
বরিশালে পিস্তলসহ গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ বাবুল হাওলাদার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোর রাতে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বরিশালের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড এমোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত আটশত গ্রাম গানপাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের বৈদ্যুতিক তার পাঁচমিটার, দুই কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার বাবুল স্বীকার করেছে তিনি পেশাদার অস্ত্রব্যবসায়ী ও বোমা কারিগর। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
বাবুলের বিরুদ্ধে বরিশাল কতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর জাহাঙ্গীর আলম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে র্যাবের হাতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বরিশালে পিস্তলসহ গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ বাবুল হাওলাদার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোর রাতে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বরিশালের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড এমোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত আটশত গ্রাম গানপাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের বৈদ্যুতিক তার পাঁচমিটার, দুই কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার বাবুল স্বীকার করেছে তিনি পেশাদার অস্ত্রব্যবসায়ী ও বোমা কারিগর। বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
বাবুলের বিরুদ্ধে বরিশাল কতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর জাহাঙ্গীর আলম।