সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৫:০৭:০৫ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় দুগ্রুপের সংঘর্ষে মুলকাত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মিরপুর মহল্লায় নির্মাণাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মুলকাত আলী মিরপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, মুলকাত আলী গংদের সঙ্গে কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুলকাতের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় দুগ্রুপের সংঘর্ষে মুলকাত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মিরপুর মহল্লায় নির্মাণাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মুলকাত আলী মিরপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, মুলকাত আলী গংদের সঙ্গে কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুলকাতের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।