তালা কেটে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি
যুগান্তর প্রতিবেদন, সাভার
২৮ জানুয়ারি ২০২২, ২১:৪১:১৫ | অনলাইন সংস্করণ
ঢাকার সাভারে বহুতল ভবনের একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার বাজার রোড এলাকার আবুল কাশেমের চারতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি তারা।
ভুক্তভোগী ফ্যাটের বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কাশেম বাজার রোডের বহুতল ভবনের চারতলায় পরিবার নিয়ে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ওই ফ্ল্যাটের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় চোরেরা বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
দুপুরের দিকে ওই ফ্ল্যাটের লোকজন বাসায় এসে চুরি হওয়ার বিষয়টি টের পান।
সাভার মডেল থানার এসআই পাভেল মোল্ল্যা বলেন, এ ঘটনায় বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তালা কেটে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি
ঢাকার সাভারে বহুতল ভবনের একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার বাজার রোড এলাকার আবুল কাশেমের চারতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি তারা।
ভুক্তভোগী ফ্যাটের বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কাশেম বাজার রোডের বহুতল ভবনের চারতলায় পরিবার নিয়ে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ওই ফ্ল্যাটের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় চোরেরা বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
দুপুরের দিকে ওই ফ্ল্যাটের লোকজন বাসায় এসে চুরি হওয়ার বিষয়টি টের পান।
সাভার মডেল থানার এসআই পাভেল মোল্ল্যা বলেন, এ ঘটনায় বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছি।