পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবিতে বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
২৮ জানুয়ারি ২০২২, ২১:৪৭:০১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ইলমদীবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট স্থাপন ও একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠানের নারী-পুরুষ শ্রমিকসহ স্থানীয় লোকজন এ বিক্ষোভ মিছিল করেন।
সম্প্রতি আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জুনায়েদ (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও তার চাচা কাইয়ুমসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়।
বিক্ষোভকারী স্থানীয় ফকির ফ্যাশন গার্মেন্টের নারী শ্রমিক রেহেনা বলেন, ঘটনার দিন রাতে আমাদের বহনকৃত মিনিবাসটি ইলমদী এলাকায় বাগের কাছে পৌঁছলে গাড়িতে ডাকাতরা আক্রমণ করে। পরে গাড়িতে ওঠে সবকিছু নিয়ে যায়। তারা আমাদের গাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের আটকে রাখে।
ওই রাতে গাড়িতে থাকা ফকির ফ্যাশনের শ্রমিক রুবেল বলেন, রাতে গাড়িটি হঠাৎ করে লেগুনা দিয়ে গতিরোধ করে দেওয়া হয়। একপর্যায়ে তিনজন ডাকাত অস্ত্র নিয়ে গাড়িতে ওঠে। পরে আমার সবকিছু নিয়ে যায়। পরে তিন ব্যক্তি গণপিটুনিতে মারা যায়। এ ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্য যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাদের দ্রুত মামলা থেকে অব্যাহতি চাই।
ফকির ফ্যাশনের সাবেক নারী শ্রমিক রোকসানা বলেন, আমি রাতের আঁধারে এই রাস্তা দিতে যাতায়াতের সময় নিরাপত্তা পাচ্ছি না। তাই ফকির ফ্যাশনের চাকরি ছেড়ে দিয়েছি। আমরা সামান্য কিছু টাকা নিয়ে চলাচল করতে পারি না। টাকা-মোবাইল নিয়ে যায়।
হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য আক্তার হোসেন বলেন, মাগরিবের পরেই এখানে অনেক সময় ডাকাতির ঘটনা ঘটছে। মানুষ রাতের আঁধারে নিরাপত্তা পাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশের চেকপোস্ট স্থাপনের দাবি করছি এখানে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, রাতে প্রতিনিয়তই স্থানটিতে পুলিশ টহল দিয়ে থাকেন। তারপরও যদি স্থানটিতে পুলিশের চেকপোস্ট প্রয়োজন হয়; তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ইলমদীবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট স্থাপন ও একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠানের নারী-পুরুষ শ্রমিকসহ স্থানীয় লোকজন এ বিক্ষোভ মিছিল করেন।
সম্প্রতি আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জুনায়েদ (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও তার চাচা কাইয়ুমসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়।
বিক্ষোভকারী স্থানীয় ফকির ফ্যাশন গার্মেন্টের নারী শ্রমিক রেহেনা বলেন, ঘটনার দিন রাতে আমাদের বহনকৃত মিনিবাসটি ইলমদী এলাকায় বাগের কাছে পৌঁছলে গাড়িতে ডাকাতরা আক্রমণ করে। পরে গাড়িতে ওঠে সবকিছু নিয়ে যায়। তারা আমাদের গাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের আটকে রাখে।
ওই রাতে গাড়িতে থাকা ফকির ফ্যাশনের শ্রমিক রুবেল বলেন, রাতে গাড়িটি হঠাৎ করে লেগুনা দিয়ে গতিরোধ করে দেওয়া হয়। একপর্যায়ে তিনজন ডাকাত অস্ত্র নিয়ে গাড়িতে ওঠে। পরে আমার সবকিছু নিয়ে যায়। পরে তিন ব্যক্তি গণপিটুনিতে মারা যায়। এ ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্য যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাদের দ্রুত মামলা থেকে অব্যাহতি চাই।
ফকির ফ্যাশনের সাবেক নারী শ্রমিক রোকসানা বলেন, আমি রাতের আঁধারে এই রাস্তা দিতে যাতায়াতের সময় নিরাপত্তা পাচ্ছি না। তাই ফকির ফ্যাশনের চাকরি ছেড়ে দিয়েছি। আমরা সামান্য কিছু টাকা নিয়ে চলাচল করতে পারি না। টাকা-মোবাইল নিয়ে যায়।
হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য আক্তার হোসেন বলেন, মাগরিবের পরেই এখানে অনেক সময় ডাকাতির ঘটনা ঘটছে। মানুষ রাতের আঁধারে নিরাপত্তা পাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশের চেকপোস্ট স্থাপনের দাবি করছি এখানে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, রাতে প্রতিনিয়তই স্থানটিতে পুলিশ টহল দিয়ে থাকেন। তারপরও যদি স্থানটিতে পুলিশের চেকপোস্ট প্রয়োজন হয়; তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।