প্রশিক্ষণের পিকআপ কেড়ে নিল শিশুর প্রাণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ০৫:৪৮:২৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় প্রশিক্ষণরত এক পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক জিসান আহমেদ নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান আহমেদ (৯) উপজেলার বিনোদপুর পূর্ব পাড়ার আলী হকের ছেলে।
ঘটনার সময় পিকআপের চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে।
আটক তিতাস (১৮) উপজেলায় বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে।
পিকআপটি জব্দ করে স্থানীয় জামজামি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ এসআই জামির আলী।
স্থানীয় ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে তিতাস নামে এক যুবক পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন স্কুল মাঠে। এ সময় মাঠে জিসানসহ কয়েকজন শিশু খেলছিল। পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার তলে পড়ে যায় শিশু জিসান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রশিক্ষণের পিকআপ কেড়ে নিল শিশুর প্রাণ
চুয়াডাঙ্গায় প্রশিক্ষণরত এক পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক জিসান আহমেদ নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান আহমেদ (৯) উপজেলার বিনোদপুর পূর্ব পাড়ার আলী হকের ছেলে।
ঘটনার সময় পিকআপের চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে।
আটক তিতাস (১৮) উপজেলায় বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে।
পিকআপটি জব্দ করে স্থানীয় জামজামি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ এসআই জামির আলী।
স্থানীয় ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে তিতাস নামে এক যুবক পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন স্কুল মাঠে। এ সময় মাঠে জিসানসহ কয়েকজন শিশু খেলছিল। পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার তলে পড়ে যায় শিশু জিসান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।