Logo
Logo
×

সারাদেশ

তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন 

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১০:২২ পিএম

তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন 

সুনামগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নিহতের নাম নয়ন (২৪)। তিনি কিং এন্টারপ্রাইজ টাইলসের ব্যবস্থাপক। 

রোববার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নয়ন শহরের ৮নং ওয়ার্ডের বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে। 

এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬)।  

ব্যবসায়ীদের বরাতে পুলিশ জানিয়েছে, নয়নের বন্ধু রোহান বিকালে কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানে আড্ডা দিতে আসেন। রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলেন। এ সময় নয়ন বলে ওঠেন- ‘তোর সঙ্গে যাকে নিয়ে এসেছিস সে ভালো লোক নয়’। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। 

রোহান একপর্যায়ে বলেন, ‘তোর কাছে আমি যে টাকা পাই, তা ফেরত দিতে হবে’। এ নিয়ে তুমুল তর্ক হয় তাদের মাঝে। 

একপর্যায়ে নয়নের দোকানের ভেতরেই তাকে চাকু দিয়ে রোহান ও তার ভাই রেজওয়ান এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। 

পরে আশপাশের ব্যবসায়ীরা নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন,  হত্যাকাণ্ডে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। কী কারণে তারা তাকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম