বাসচাপায় প্রাণ গেল নারীর
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সাবিহা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাবিহা বেগমগঞ্জের কাদিপুর গ্রামের সেকান্দর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত সাবিহা বেলা সাড়ে ১১টায় জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পারাপারের সময় মাইজদীগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাসচাপায় প্রাণ গেল নারীর
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সাবিহা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাবিহা বেগমগঞ্জের কাদিপুর গ্রামের সেকান্দর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত সাবিহা বেলা সাড়ে ১১টায় জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পারাপারের সময় মাইজদীগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।