মৃত্যুর ২ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
jugantor
মৃত্যুর ২ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

  নোয়াখালী প্রতিনিধি  

০২ এপ্রিল ২০২২, ২০:৫৮:১৩  |  অনলাইন সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জে মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

জাহানারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।

লাশ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত ২ ফেব্রুয়ারি জাহানারাকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠে তার স্বামী মো. হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারুনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বর্তমানে ওই মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

মৃত্যুর ২ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

 নোয়াখালী প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২২, ০৮:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জে মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

শনিবার দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। 

জাহানারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।

লাশ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

গত ২ ফেব্রুয়ারি জাহানারাকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠে তার স্বামী মো. হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারুনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন। 

বর্তমানে ওই মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন