দ্রুতই চালু হবে ইমিগ্রেশন, থাকবেনা আমদানি-রপ্তানী সমস্যা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১১:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। একই সাথে আমদানী-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর প্রশাসনিক কার্যালয়ের হলরুমে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন ভারতীয় সহ হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। বন্দরটি দুই দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ভারতের সহকারী হাইকমিশনার আরও জানান, ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। সেজন্য দুই দেশের সীমান্তের সব বন্দরগুলোকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। বন্দরের স্থানীয় যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করছে।
সোনাহাট স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েলের সভাপত্বিতে মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে বন্দরের ভারত অংশে সমস্যা উল্লেখ করে স্মারকলিপি তুলে দেন ব্যবসায়ী নেতারা।
