বেশি দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ২১:২০:১০ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা শাখা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে চৌমুহনীর দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় ‘মেসার্স জয় রাম ভাণ্ডার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেশি দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা শাখা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে চৌমুহনীর দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় ‘মেসার্স জয় রাম ভাণ্ডার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।