শিশু তাসফিয়া হত্যায় আরও একজন গ্রেফতার
jugantor
শিশু তাসফিয়া হত্যায় আরও একজন গ্রেফতার

  কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি  

১৬ এপ্রিল ২০২২, ২০:৫৩:০২  |  অনলাইন সংস্করণ

তাসফিয়া

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে শিশু তাসফিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে জেলার কবিরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে তাসফিয়া হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার এমাম হোসেন স্বপন, নাজিম উদ্দিন বাবর, দাউদ নবী রবিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে বৃহস্পতিবার দুপুরে ও জসিমকে শনিবার বিকালে জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শনিবার আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার বিকালে বাড়ির পাশে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শিশু তাসফিয়া ও তার বাবা। পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় তাসফিয়া।

এ ঘটনায় নিহতের খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

শিশু তাসফিয়া হত্যায় আরও একজন গ্রেফতার

 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
১৬ এপ্রিল ২০২২, ০৮:৫৩ পিএম  |  অনলাইন সংস্করণ
তাসফিয়া
শিশু তাসফিয়া। ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে শিশু তাসফিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে জেলার কবিরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ নিয়ে তাসফিয়া হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার এমাম হোসেন স্বপন, নাজিম উদ্দিন বাবর, দাউদ নবী রবিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে বৃহস্পতিবার দুপুরে ও জসিমকে শনিবার বিকালে জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শনিবার আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার বিকালে বাড়ির পাশে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শিশু তাসফিয়া ও তার বাবা। পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় তাসফিয়া। 

এ ঘটনায় নিহতের খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন