শিক্ষার্থীদের যৌন নির্যাতন, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২২:৫০:১৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে জয়নারায়ণপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু আবছার মো. মিজানুর রহমান উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কানকাটা আবু তাহের হাজির ছেলে ও স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।
শনিবার রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়িতে না পেয়ে কেন্দ্রবাগ বাজার সংলগ্ন তার গোপন বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম কুরআনে হাফেজ ও জয়নারায়ণপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রের (১৮) লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিকটিম ছাত্রকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করতে পাঠালে সিনিয়র চিকিৎসক না থাকায় পুলিশ পাহারায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তার মেডিকেল টেস্ট করানো হবে। তারপর আদালত প্রেরণ করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল মিয়া জানান।
বেগমগঞ্জ পুলিশ জানায়, দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতন (বলাৎকার), ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মাদ্রাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিক্ষার্থীদের যৌন নির্যাতন, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে জয়নারায়ণপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু আবছার মো. মিজানুর রহমান উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কানকাটা আবু তাহের হাজির ছেলে ও স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।
শনিবার রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়িতে না পেয়ে কেন্দ্রবাগ বাজার সংলগ্ন তার গোপন বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম কুরআনে হাফেজ ও জয়নারায়ণপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রের (১৮) লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিকটিম ছাত্রকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করতে পাঠালে সিনিয়র চিকিৎসক না থাকায় পুলিশ পাহারায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তার মেডিকেল টেস্ট করানো হবে। তারপর আদালত প্রেরণ করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল মিয়া জানান।
বেগমগঞ্জ পুলিশ জানায়, দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতন (বলাৎকার), ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মাদ্রাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।