ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার তিন যুবক কারাগারে
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৯:০১:৪১ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- আলীপুর গ্রামের শাহাজাহানের ছেলে গিয়াস উদ্দিন (৩২), আমানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সৌরভ হোসেন ফারুক (৪৪) ও মিরওয়ারিশপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধারের অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি গিয়াস উদ্দিন, সৌরভ ও রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার তিন যুবক কারাগারে
নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- আলীপুর গ্রামের শাহাজাহানের ছেলে গিয়াস উদ্দিন (৩২), আমানপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সৌরভ হোসেন ফারুক (৪৪) ও মিরওয়ারিশপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধারের অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরওয়ারিশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি গিয়াস উদ্দিন, সৌরভ ও রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।