মাদকসহ মা-ছেলে আটক
মানিকগঞ্জে র্যাবের হাতে এক নারী মাদক ব্যবসায়ী ও তার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। শনিবার বিকালে শহরের দুধবাজার স্বর্ণকারপট্টি এলাকা থেকে ১০১ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- অর্চনা কর্মকার (৫৯) ও তার ছেলে লিটন কর্মকার।
র্যাব-৪ এর কোম্পানি কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল আটককৃতরা। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুধবাজার স্বর্ণকারপট্টি এলাকায় অভিযান চালিয়ে অমলেশ্ব কর্মকারের বাসা থেকে ১০১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩০ হাজার ৬৩০ টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত ৩টি মোবাইল সেট ও ১০টি সিমসহ অর্চনা কর্মকার ও লিটন কর্মকারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদকসহ মা-ছেলে আটক
মানিকগঞ্জে র্যাবের হাতে এক নারী মাদক ব্যবসায়ী ও তার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। শনিবার বিকালে শহরের দুধবাজার স্বর্ণকারপট্টি এলাকা থেকে ১০১ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- অর্চনা কর্মকার (৫৯) ও তার ছেলে লিটন কর্মকার।
র্যাব-৪ এর কোম্পানি কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল আটককৃতরা। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুধবাজার স্বর্ণকারপট্টি এলাকায় অভিযান চালিয়ে অমলেশ্ব কর্মকারের বাসা থেকে ১০১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩০ হাজার ৬৩০ টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত ৩টি মোবাইল সেট ও ১০টি সিমসহ অর্চনা কর্মকার ও লিটন কর্মকারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।