স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

 কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি 
১৫ মে ২০২২, ১০:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় রোববার সকালে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকার হাছেন আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু (১৯) ওই মেয়েটিকে বেশ কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। 

শনিবার সকালে মেয়েটি স্কুলে যায়; কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। 

পরে গভীর রাতে অপরিচিত এক মোবাইল নাম্বার থেকে ওই ছাত্রী রেজাউল ইসলাম রাজুর বাসায় আছে বলে জানানো হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা রোববার সকালে রেজাউল ইসলাম রাজু ও তার সহযোগী মামুন-অর-রশিদ (১৯) ও সাগর মিয়ার (২০) বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

ফুলবাড়ী থানার ওসি মো. ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন