দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
১৭ মে ২০২২, ১২:৫৮:৩৭ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় রাজিব পরিবহণের চালক শংকর দাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ।
শংকর দাসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে।
গ্রেফতারের বিষয়টি কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শংকর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। তারপর খুলনা পুলিশের সহযোগিতায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল খুলনা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন শংকর দাসকে গ্রেফতার করে।
গত শনিবার কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শংকর দাস পা ভেঙে আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ট্রাফিক এসআই গৌতম কুমার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় বাসচালককে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শংকর দাস এখনও পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় রাজিব পরিবহণের চালক শংকর দাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ।
শংকর দাসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে।
গ্রেফতারের বিষয়টি কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক যুগান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শংকর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। তারপর খুলনা পুলিশের সহযোগিতায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল খুলনা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন শংকর দাসকে গ্রেফতার করে।
গত শনিবার কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে শংকর দাস পা ভেঙে আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ট্রাফিক এসআই গৌতম কুমার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় বাসচালককে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শংকর দাস এখনও পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।