হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
সিলেটে ঝড়ে নৌকা উল্টে খারোইল বিলে নিখোঁজ দুজনেরই লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি লাশ গতকাল সোমবার এবং অপরটি আজ মঙ্গলবার উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে উদ্ধার হওয়া লাশটি রাজ্জাক আলীর। সিলেট সদরের জালালাবাদ থানার লালর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
রাজ্জাক সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান।
এর আগে সোমবার বিকাল ৬টার দিকে নিখোঁজ অপর ব্যক্তি আছকন্দরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে খারোইল বিলের মধ্যবর্তী স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও এ দুজন নিখোঁজ ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার
সিলেটে ঝড়ে নৌকা উল্টে খারোইল বিলে নিখোঁজ দুজনেরই লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি লাশ গতকাল সোমবার এবং অপরটি আজ মঙ্গলবার উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে উদ্ধার হওয়া লাশটি রাজ্জাক আলীর। সিলেট সদরের জালালাবাদ থানার লালর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
রাজ্জাক সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান।
এর আগে সোমবার বিকাল ৬টার দিকে নিখোঁজ অপর ব্যক্তি আছকন্দরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে খারোইল বিলের মধ্যবর্তী স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও এ দুজন নিখোঁজ ছিলেন।