ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
১৮ মে ২০২২, ১২:২১:১৮ | অনলাইন সংস্করণ
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব (৪২) এবং মাইক্রোবাসচালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৩৬)।
বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী নোহা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৪৮৬৭) সংঘর্ষ হয়। এতে নোহা মাইক্রোবাসেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একযাত্রী নিহত হন। আহত আরও তিনজকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। লাশ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব (৪২) এবং মাইক্রোবাসচালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৩৬)।
বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী নোহা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৪৮৬৭) সংঘর্ষ হয়। এতে নোহা মাইক্রোবাসেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একযাত্রী নিহত হন। আহত আরও তিনজকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। লাশ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।