গাড়ির ধাক্কায় নারী ও শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শিশুটির মা আকলিমা খাতুন ও নানি রহিমা খাতুনসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেন মেয়ে আয়েশা সিদ্দিকা (৬) ও একই গ্রামের রোজিনা সুলতানা (৩৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে এক শিশুসহ দুজন নিহত হন। আহত হন অন্তত তিনজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাড়ির ধাক্কায় নারী ও শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শিশুটির মা আকলিমা খাতুন ও নানি রহিমা খাতুনসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেন মেয়ে আয়েশা সিদ্দিকা (৬) ও একই গ্রামের রোজিনা সুলতানা (৩৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে এক শিশুসহ দুজন নিহত হন। আহত হন অন্তত তিনজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।