ঝড়ে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, অতঃপর...
কিশোরগঞ্জ ব্যুরো
২০ মে ২০২২, ২১:৪৬:২৯ | অনলাইন সংস্করণ
প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা পর কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে গেছে। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবলগতিতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যায়। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় একটি বড় গাছ রেললাইনে আছড়ে পড়ে। রাত ১১টার দিকে ওই গাছের সঙ্গে ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ইঞ্জিনের ধাক্কা লাগে। প্রচণ্ড ধাক্কার ফলে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয় ও ট্রেনটি আটকা পড়ে। এ কারণে ট্রেনে থাকা যাত্রীরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগিগুলো বিচ্ছিন্ন করে ময়মনসিংহের আঠারোবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল সাড়ে ৮টায় লাইনের ওপর উঠাতে সক্ষম হয়। পরে ইঞ্জিনটি ময়মনসিংহের নান্দাইল রোড স্টেশনে নিয়ে যাওয়া হয়। তারপর ময়মনসিংহ থেকে নতুন একটি ইঞ্জিন আঠারোবাড়ি স্টেশনে এসে যাত্রীবাহী বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কিশোরগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির কথা থাকলেও শুক্রবার সকাল সোয়া ১১টায় কিশোরগঞ্জ স্টেশনে এসে থামে। তবে ইঞ্জিন লাইনচ্যুত হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঝড়ে বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, অতঃপর...
প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা পর কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে গেছে। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবলগতিতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যায়। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় একটি বড় গাছ রেললাইনে আছড়ে পড়ে। রাত ১১টার দিকে ওই গাছের সঙ্গে ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ইঞ্জিনের ধাক্কা লাগে। প্রচণ্ড ধাক্কার ফলে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয় ও ট্রেনটি আটকা পড়ে। এ কারণে ট্রেনে থাকা যাত্রীরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগিগুলো বিচ্ছিন্ন করে ময়মনসিংহের আঠারোবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল সাড়ে ৮টায় লাইনের ওপর উঠাতে সক্ষম হয়। পরে ইঞ্জিনটি ময়মনসিংহের নান্দাইল রোড স্টেশনে নিয়ে যাওয়া হয়। তারপর ময়মনসিংহ থেকে নতুন একটি ইঞ্জিন আঠারোবাড়ি স্টেশনে এসে যাত্রীবাহী বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কিশোরগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির কথা থাকলেও শুক্রবার সকাল সোয়া ১১টায় কিশোরগঞ্জ স্টেশনে এসে থামে। তবে ইঞ্জিন লাইনচ্যুত হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান।