ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ মে ২০২২, ২২:৪৪:৫৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ আয়মন (২০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী হোসেন মার্কেটসংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী ও পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নুরনবীর ছেলে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেভাজন তিনজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে একটি ছোরা।
আটককৃতরা হলো- নীরব (১৮), রাকিব (২০) ও পাভেল (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৌমিক ফার্মেসির সামনে আইমনসহ দুজনের কথাকাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে কয়েকজন একত্রিত হয়ে আইমনের বুকে ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জে মোহাম্মদ আয়মন (২০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী হোসেন মার্কেটসংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী ও পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নুরনবীর ছেলে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেভাজন তিনজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে একটি ছোরা।
আটককৃতরা হলো- নীরব (১৮), রাকিব (২০) ও পাভেল (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৌমিক ফার্মেসির সামনে আইমনসহ দুজনের কথাকাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে কয়েকজন একত্রিত হয়ে আইমনের বুকে ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।