বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, গার্মেন্টস কর্মীর মৃত্যু
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ মে ২০২২, ০৪:০২:৪৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল বৃষ্টির পানিতে। আর সেই পানিতে পা দেওয়া মাত্র মৃত্যু হয়েছে এক গার্মেন্টস কর্মীর।
শনিবার সকাল ৮টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। এমন ঘটনার স্বীকার হন আয়েশা (১৫)।
নিহত আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। সে ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করত। আর কাজ কর বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে।
নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়ে ছিল। ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, গার্মেন্টস কর্মীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল বৃষ্টির পানিতে। আর সেই পানিতে পা দেওয়া মাত্র মৃত্যু হয়েছে এক গার্মেন্টস কর্মীর।
শনিবার সকাল ৮টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। এমন ঘটনার স্বীকার হন আয়েশা (১৫)।
নিহত আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। সে ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করত। আর কাজ কর বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে।
নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়ে ছিল। ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।