নারী পোশাককর্মীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর সাতাইশ শরিফ মার্কেট এলাকা থেকে ছালমা বেগম (৩০) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে।
নিহত ছালমা বেগম একটি পোশাক কারখানায় জুনিয়র আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ গ্রামের সুলেমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, ছালমা সাতাইশ শরিফ মার্কেট এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে পোশাক কারখানায় কাজ করে আসছিলেন। ছালমা বৈবাহিক জীবনে তিন সন্তানের জননী। সন্তানরা সবাই গ্রামের বাড়ি থাকে। পারিবারিক কোনো কারণে শনিবার বিকালে চুল কালো করার দুলহান তেল খেয়ে ফেলেন তিনি।
এতে তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারী পোশাককর্মীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর সাতাইশ শরিফ মার্কেট এলাকা থেকে ছালমা বেগম (৩০) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে।
নিহত ছালমা বেগম একটি পোশাক কারখানায় জুনিয়র আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ গ্রামের সুলেমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, ছালমা সাতাইশ শরিফ মার্কেট এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে পোশাক কারখানায় কাজ করে আসছিলেন। ছালমা বৈবাহিক জীবনে তিন সন্তানের জননী। সন্তানরা সবাই গ্রামের বাড়ি থাকে। পারিবারিক কোনো কারণে শনিবার বিকালে চুল কালো করার দুলহান তেল খেয়ে ফেলেন তিনি।
এতে তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন।