মাঙ্কিপক্স নিয়ে বেনাপোল বন্দরে সর্বোচ্চ সতর্কতা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৩ মে ২০২২, ০০:১৩:৩১ | অনলাইন সংস্করণ
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও বন্দরে নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
তিনি বলেন, মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদপ্তর নেবেন। শুধুমাত্র বন্দর ও পাসপোর্ট যাত্রী চলাচল করা সীমান্তগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে থেকে যেসব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধুমাত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত স্বাস্থ্য বিভাগের টিম বন্দর এলাকায় যাত্রী ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করবে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী।
রোববার সন্ধ্যায় ভারত ফেরত যাত্রী শামসুন্নাহার জানান, ভারত থেকে বাংলাদেশে আসার পর আমাদের কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি সতর্কতা জারি পত্র পেয়েছি। পত্র পাওয়ার পরপরই ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাঙ্কিপক্স নিয়ে বেনাপোল বন্দরে সর্বোচ্চ সতর্কতা
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও বন্দরে নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।
তিনি বলেন, মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদপ্তর নেবেন। শুধুমাত্র বন্দর ও পাসপোর্ট যাত্রী চলাচল করা সীমান্তগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে থেকে যেসব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধুমাত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত স্বাস্থ্য বিভাগের টিম বন্দর এলাকায় যাত্রী ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করবে। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী।
রোববার সন্ধ্যায় ভারত ফেরত যাত্রী শামসুন্নাহার জানান, ভারত থেকে বাংলাদেশে আসার পর আমাদের কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি সতর্কতা জারি পত্র পেয়েছি। পত্র পাওয়ার পরপরই ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।