বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক
jugantor
বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

  বেনাপোল প্রতিনিধি  

২৩ মে ২০২২, ১২:৩০:১৪  |  অনলাইন সংস্করণ

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং চারটি ভারতীয় মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে সাদিপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শাহজামাল কালু ও সোহেল বাড়ি স্থানীয় সাদিপুর গ্রামে। আটক হওয়া দুজন সম্পর্কে বাবা-ছেলে।

যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে সোমবার সকালে সাদিপুর গ্রামে শাহজামাল কালুর বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আটক করা হয়। ধৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে বিজিবির নিকট স্বীকার করেছেন।

তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

 বেনাপোল প্রতিনিধি 
২৩ মে ২০২২, ১২:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং চারটি ভারতীয় মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বিজিবি। 

সোমবার সকালে সাদিপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শাহজামাল কালু ও সোহেল বাড়ি স্থানীয় সাদিপুর গ্রামে। আটক হওয়া দুজন সম্পর্কে বাবা-ছেলে। 

যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে সোমবার সকালে সাদিপুর গ্রামে শাহজামাল কালুর বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আটক করা হয়। ধৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে বিজিবির নিকট স্বীকার করেছেন।

তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন