গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি দুমড়ে-মুচড়ে আহত ২
jugantor
গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি দুমড়ে-মুচড়ে আহত ২

  নরসিংদী প্রতিনিধি  

২৩ মে ২০২২, ১৩:৩৪:৪৩  |  অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে গেছে।

এ সময় চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— পিকআপভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম (৩৪)।

গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ থানায় বন্যার্তদের জন্য শুকনো খাবার ও ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিলাম।

গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদীর মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘালয় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে কাভার্ডভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় গুরুতর আহত হন চালক সেলিম। ঘটনার পর আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিকআপভ্যান ফাঁড়িতে নিয়ে আসি।

যান চলাচল স্বাভাবিক আছে। আর আমরা গণস্বাস্থ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা যেন দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে ত্রাণসামগ্রীগুলো নিয়ে যায়।

গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি দুমড়ে-মুচড়ে আহত ২

 নরসিংদী প্রতিনিধি 
২৩ মে ২০২২, ০১:৩৪ পিএম  |  অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে গেছে।

এ সময় চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— পিকআপভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম (৩৪)।

গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ থানায় বন্যার্তদের জন্য শুকনো খাবার ও ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিলাম।

গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদীর মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘালয় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে কাভার্ডভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় গুরুতর আহত হন চালক সেলিম। ঘটনার পর আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিকআপভ্যান ফাঁড়িতে নিয়ে আসি।

যান চলাচল স্বাভাবিক আছে। আর আমরা গণস্বাস্থ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা যেন দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে ত্রাণসামগ্রীগুলো নিয়ে যায়।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন