প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূর হামলায় শাশুড়ি আহত
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৪:৪৬:০৫ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূ ও তার বাড়ির লোকজনের হামলায় শাশুড়ি নাহার বেগম (৫০) গুরুতর জখম হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাহার বেগমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে ইতালি প্রবাসী মিজান মোল্লা প্রেম করে বিয়ে করেন একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়াকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি মিজান মোল্লার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সন্ধ্যায় পুত্রবধূ তার বাড়ির লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে বাড়ির সামনে একা পেয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
হামলার ব্যাপারে মিজানের স্ত্রী কেয়া বেগম জানান, শাশুড়ির সঙ্গে আমার ঝামেলা চলছে। শাশুড়ি আমার চুল ধরলে আমি সামান্য হাতাহাতি করেছি। তবে গুরুতর আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূর হামলায় শাশুড়ি আহত
মাদারীপুরে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূ ও তার বাড়ির লোকজনের হামলায় শাশুড়ি নাহার বেগম (৫০) গুরুতর জখম হয়েছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাহার বেগমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে ইতালি প্রবাসী মিজান মোল্লা প্রেম করে বিয়ে করেন একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়াকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি মিজান মোল্লার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সন্ধ্যায় পুত্রবধূ তার বাড়ির লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে বাড়ির সামনে একা পেয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
হামলার ব্যাপারে মিজানের স্ত্রী কেয়া বেগম জানান, শাশুড়ির সঙ্গে আমার ঝামেলা চলছে। শাশুড়ি আমার চুল ধরলে আমি সামান্য হাতাহাতি করেছি। তবে গুরুতর আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।