জামিন পাননি এলডিপি মহাসচিব রেদোয়ান
কুমিল্লা ব্যুরো ও চান্দিনা প্রতিনিধি
২৩ মে ২০২২, ২২:৪৯:৩০ | অনলাইন সংস্করণ
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা দায়রা জজ আদালতেও জামিন পাননি সাবেক প্রতিমন্ত্রী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেন। এ সময় তার গাড়ি চালকসহ আরও দুই সহযোগীকে জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্তরা হলেন- ড. রেদোয়ান আহমেদের গাড়িচালক রেজাউল করিম, এলডিপি কর্মী বাকীবিল্লাহ ও মোহাম্মদ আলী। তারা সবাই রেদোয়ান আহমেদের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন।
রেদোয়ান আহমেদের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, রেদোয়ান আহমেদ শারীরিকভাবে খুবই অসুস্থ, আমরা তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু ৭নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি স্থগিত রাখায় জেলা দায়রা জজ আদালত তাকে জামিন দেননি। তবে তার সঙ্গে থাকা তিনজনকে জামিন দিয়েছেন।
এদিকে গত ১৭ মে কারাবন্দি রোদোয়ান আহমেদ অসুস্থ হয়ে পড়লে কারা হেফাজতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, ড. রেদোয়ান আহমেদকে ঢাকায় চিকিৎসা প্রদানের পর ২২ মে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারেই রয়েছেন।
উল্লেখ্য, গত ৯ মে চান্দিনা কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর আড়াইটার এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে গেলে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুই রাউন্ড গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামিন পাননি এলডিপি মহাসচিব রেদোয়ান
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা দায়রা জজ আদালতেও জামিন পাননি সাবেক প্রতিমন্ত্রী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেন। এ সময় তার গাড়ি চালকসহ আরও দুই সহযোগীকে জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্তরা হলেন- ড. রেদোয়ান আহমেদের গাড়িচালক রেজাউল করিম, এলডিপি কর্মী বাকীবিল্লাহ ও মোহাম্মদ আলী। তারা সবাই রেদোয়ান আহমেদের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন।
রেদোয়ান আহমেদের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, রেদোয়ান আহমেদ শারীরিকভাবে খুবই অসুস্থ, আমরা তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু ৭নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি স্থগিত রাখায় জেলা দায়রা জজ আদালত তাকে জামিন দেননি। তবে তার সঙ্গে থাকা তিনজনকে জামিন দিয়েছেন।
এদিকে গত ১৭ মে কারাবন্দি রোদোয়ান আহমেদ অসুস্থ হয়ে পড়লে কারা হেফাজতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, ড. রেদোয়ান আহমেদকে ঢাকায় চিকিৎসা প্রদানের পর ২২ মে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারেই রয়েছেন।
উল্লেখ্য, গত ৯ মে চান্দিনা কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর আড়াইটার এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে গেলে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুই রাউন্ড গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়।