৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
jugantor
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  রাজশাহী ব্যুরো  

২৪ মে ২০২২, ০১:১১:০৬  |  অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুরে ৫ বছরের শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে রিফাত হোসেন (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কোটালিপাড়ার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে রিফাত হোসেন (১৫) একই গ্রামের জনৈক ব্যক্তির ৫ বছরের শিশুকন্যাকে তার দাদার বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ সময় বাড়ি থেকে হাফ কিলোমিটার পশ্চিমে কলিম উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করে রিফাত।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রিফাত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক রিফাতকে ঘটনাস্থলের পাশ থেকেই গ্রেফতার করে।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

 রাজশাহী ব্যুরো 
২৪ মে ২০২২, ০১:১১ এএম  |  অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুরে ৫ বছরের শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে রিফাত হোসেন (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কোটালিপাড়ার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে রিফাত হোসেন (১৫) একই গ্রামের জনৈক ব্যক্তির ৫ বছরের শিশুকন্যাকে তার দাদার বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ সময় বাড়ি থেকে হাফ কিলোমিটার পশ্চিমে কলিম উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে ওই শিশুকে ধর্ষণ করে রিফাত।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রিফাত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক রিফাতকে ঘটনাস্থলের পাশ থেকেই গ্রেফতার করে।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন