মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা, এলাকাবাসীর মানববন্ধন
বরগুনা প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৭:৪৩:৩৪ | অনলাইন সংস্করণ
বরগুনা সদর উপজেলায় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার বাদ জুমা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্র ও অভিভাবকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মরহুম আলহাজ ডা. জয়নাল আবেদীন খান জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রং করার কাজে বাধা দিয়েছেন আ. খালেক নামে এক স্থানীয় ব্যক্তি। তিনি মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া নাবালক ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিচারের দাবি করেন তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা, এলাকাবাসীর মানববন্ধন
বরগুনা সদর উপজেলায় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার বাদ জুমা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্র ও অভিভাবকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মরহুম আলহাজ ডা. জয়নাল আবেদীন খান জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রং করার কাজে বাধা দিয়েছেন আ. খালেক নামে এক স্থানীয় ব্যক্তি। তিনি মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া নাবালক ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিচারের দাবি করেন তারা।