এবার এমসি কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট মুরারীচাঁদ কলেজের (এমসি কলেজ) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি মেস থেকে সৌরভ দাস রাহুল নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
সৌরভ দাস রাহুল এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রমের মনমোহন দাসের ছেলে।
এর আগে গত বুধবার সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের পর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার এমসি কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট মুরারীচাঁদ কলেজের (এমসি কলেজ) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি মেস থেকে সৌরভ দাস রাহুল নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
সৌরভ দাস রাহুল এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রমের মনমোহন দাসের ছেলে।
এর আগে গত বুধবার সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানা যাবে ময়নাতদন্তের পর।