হিংস্র প্রাণীর আক্রমণে আহত ৪০
গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়া ও আদর্শপাড়ায় শুক্রবার সকালে অচেনা এক হিংস্র প্রাণীর আক্রমণে ৪০ জন আহত হয়েছেন।
এর মধ্যে মো. আরশাদ মিয়া (৬৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা।
এছাড়া শহরের কলেজপাড়ার বাসিন্দা মো. আরশাদ মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর, মৎস্যজীবী নেপাল চন্দ্র দাস, রিকশাচালক ঝন্টু মিয়াসহ অনেকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, কলেজপাড়া মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা প্রাতঃভ্রমণে বের হন। এছাড়া অনেক লোকজন কাজে বের হন। সকাল ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রাণীটির আক্রমণে আহত হয়েছেন তারা।
স্থানীয়রা জানান, শহরের কলেজপাড়া, গোরস্থান মোড়, স্টেডিয়াম ও রেললাইন এলাকায় আগে থেকেই কুকুর ও শেয়ালের উপদ্রব ছিল। মাঝে মধ্যেই এসব প্রাণী হিংস্র আচরণ করে। শুক্রবার সকালে হঠাৎ করে কুকুর আকৃতির একটি হিংস্র প্রাণী কয়েক দফায় স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে। এতে ৪০ জন আহত হন।
গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ বলেন, অচেনা প্রাণীটির আক্রমণে আহত হয়ে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্ক ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান জানান, হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে পৌরসভার কলেজপাড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হওয়ার খবর শুনেছেন। তবে এটি পাগলা কুকুর হতে পারে বলে ধারণা করছেন তিনি। কুকুরটিকে শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হিংস্র প্রাণীর আক্রমণে আহত ৪০
গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়া ও আদর্শপাড়ায় শুক্রবার সকালে অচেনা এক হিংস্র প্রাণীর আক্রমণে ৪০ জন আহত হয়েছেন।
এর মধ্যে মো. আরশাদ মিয়া (৬৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা।
এছাড়া শহরের কলেজপাড়ার বাসিন্দা মো. আরশাদ মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর, মৎস্যজীবী নেপাল চন্দ্র দাস, রিকশাচালক ঝন্টু মিয়াসহ অনেকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, কলেজপাড়া মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা প্রাতঃভ্রমণে বের হন। এছাড়া অনেক লোকজন কাজে বের হন। সকাল ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রাণীটির আক্রমণে আহত হয়েছেন তারা।
স্থানীয়রা জানান, শহরের কলেজপাড়া, গোরস্থান মোড়, স্টেডিয়াম ও রেললাইন এলাকায় আগে থেকেই কুকুর ও শেয়ালের উপদ্রব ছিল। মাঝে মধ্যেই এসব প্রাণী হিংস্র আচরণ করে। শুক্রবার সকালে হঠাৎ করে কুকুর আকৃতির একটি হিংস্র প্রাণী কয়েক দফায় স্থানীয় লোকজনের ওপর আক্রমণ করে। এতে ৪০ জন আহত হন।
গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ বলেন, অচেনা প্রাণীটির আক্রমণে আহত হয়ে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্ক ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান জানান, হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে পৌরসভার কলেজপাড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হওয়ার খবর শুনেছেন। তবে এটি পাগলা কুকুর হতে পারে বলে ধারণা করছেন তিনি। কুকুরটিকে শনাক্তের চেষ্টা চলছে।