ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে স্কুলছাত্রীর মা আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২৮ মে ২০২২, ০০:৩১:১৮ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুর সড়কের চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় রোজিনা বেগমের (৩৫) বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। স্কুলছাত্রী মেয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান, মৌলভীবাজার জেলাপর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। তাকে নিয়ে শুক্রবার (২৭মে) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়েছিলেন মা রোজিনা বেগম। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় ইজিবাইকের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম গুরুত্বর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর তিনি রাস্তায় পড়ে গেলে রোজিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ফলে তার মাথা ও মুখমণ্ডল ও পায়ের বেশ ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে স্কুলছাত্রীর মা আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুর সড়কের চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় রোজিনা বেগমের (৩৫) বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। স্কুলছাত্রী মেয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান, মৌলভীবাজার জেলাপর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। তাকে নিয়ে শুক্রবার (২৭মে) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়েছিলেন মা রোজিনা বেগম। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় ইজিবাইকের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম গুরুত্বর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর তিনি রাস্তায় পড়ে গেলে রোজিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ফলে তার মাথা ও মুখমণ্ডল ও পায়ের বেশ ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।