গার্ড লাঞ্ছিত, ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৮ মে ২০২২, ০১:৩০:৩২ | অনলাইন সংস্করণ
আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) সৈয়দ মুহিদুর রহমানকে লাঞ্ছিতের ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের 'চ' বগির ছাদ থেকে বৃষ্টির পানি পড়ায় ট্রেনের গার্ড লাঞ্ছিতের ঘটনায় ট্রেনটি নির্ধারিত সময় থেকে ৫৫ মিনিট বিলম্বে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক (গার্ড) সৈয়দ মুহিদুর রহমান যুগান্তরকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ৬৫০১নং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ১৩টি সিট বরাবর ছাদ থেকে বৃষ্টির পানি যাত্রীদের ওপর পড়ছিল। ভুক্তভোগী যাত্রীরা তাকে ডেকে এনে বিষয়টি জানান। তিনি দেখছি বলামাত্রই কয়েকজন যাত্রী তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন।
পরে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে ট্রেনে কর্তব্যরত গার্ড এ ঘটনার জের ধরে আপলাইনে ট্রেন দাঁড় করিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ করে দেন। পরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান তালুকদারকে ঘটনাটি জানালে তিনি তাৎক্ষণিক ত্রিপল দিয়ে পানি ঝরা বন্ধ করেন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার যুগান্তরকে জানান, 'চ' বগির (এসি কামরা) ট্রেনের ছাদ থেকে পানি ঝরছে। এ ঘটনায় ট্রেনের ওই বগির কয়েকজন ভুক্তভোগী যাত্রী গার্ড সৈয়দ মুহিদুর রহমানকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে বিষয়টি আপস-মীমাংসা করে ত্রিপল দিয়ে সাময়িক পানি ঝরা বন্ধ করে দেওয়া হয়। পরে ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় ১ ঘণ্টা বিলম্বে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গার্ড লাঞ্ছিত, ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) সৈয়দ মুহিদুর রহমানকে লাঞ্ছিতের ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের 'চ' বগির ছাদ থেকে বৃষ্টির পানি পড়ায় ট্রেনের গার্ড লাঞ্ছিতের ঘটনায় ট্রেনটি নির্ধারিত সময় থেকে ৫৫ মিনিট বিলম্বে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক (গার্ড) সৈয়দ মুহিদুর রহমান যুগান্তরকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ৬৫০১নং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ১৩টি সিট বরাবর ছাদ থেকে বৃষ্টির পানি যাত্রীদের ওপর পড়ছিল। ভুক্তভোগী যাত্রীরা তাকে ডেকে এনে বিষয়টি জানান। তিনি দেখছি বলামাত্রই কয়েকজন যাত্রী তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন।
পরে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে ট্রেনে কর্তব্যরত গার্ড এ ঘটনার জের ধরে আপলাইনে ট্রেন দাঁড় করিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ করে দেন। পরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান তালুকদারকে ঘটনাটি জানালে তিনি তাৎক্ষণিক ত্রিপল দিয়ে পানি ঝরা বন্ধ করেন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার যুগান্তরকে জানান, 'চ' বগির (এসি কামরা) ট্রেনের ছাদ থেকে পানি ঝরছে। এ ঘটনায় ট্রেনের ওই বগির কয়েকজন ভুক্তভোগী যাত্রী গার্ড সৈয়দ মুহিদুর রহমানকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে বিষয়টি আপস-মীমাংসা করে ত্রিপল দিয়ে সাময়িক পানি ঝরা বন্ধ করে দেওয়া হয়। পরে ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় ১ ঘণ্টা বিলম্বে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।