সাবেক ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবন) প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৩:১৯:৪১ | অনলাইন সংস্করণ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা করেছেন এক নারী।
শনিবার বাদী পক্ষের আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী ও মামলা সুত্রে জানা যায়, বাদির নিজ জমিতে চারা লাগাতে গেলে চেয়ারম্যান ও তার বাহিনীর লোকজন বাধা দেয় এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে। গত ১৪ মে সকালে অপরিচিত লোক এসে খবর দেয় বাদীর ভাই ও ছেলেকে অপহরণ করে দোছড়ি খইয়াতলি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে বাদী ও তার দুই বোন সেই স্থানে গেলে চেয়ারম্যান দলবলে ঘেরাও করে তাকে শ্লীলতাহানি করে এবং মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।
এ নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ওসি মামলা নেননি। ওই নারী চিকিৎসা শেষে ২৫ মে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ করলে আদালত অভিযোগ আমলে নিয়ে বান্দরবান টুরিস্ট পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন।
এ মামলার আসামি সাবেক চেয়ারম্যান হাবীব উল্লাহ বলেন, মামলার বাদী ও স্বাক্ষীরা পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতোমধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাবেক ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা করেছেন এক নারী।
শনিবার বাদী পক্ষের আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী ও মামলা সুত্রে জানা যায়, বাদির নিজ জমিতে চারা লাগাতে গেলে চেয়ারম্যান ও তার বাহিনীর লোকজন বাধা দেয় এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে। গত ১৪ মে সকালে অপরিচিত লোক এসে খবর দেয় বাদীর ভাই ও ছেলেকে অপহরণ করে দোছড়ি খইয়াতলি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে বাদী ও তার দুই বোন সেই স্থানে গেলে চেয়ারম্যান দলবলে ঘেরাও করে তাকে শ্লীলতাহানি করে এবং মাথা থেঁতলে ও পা ভেঙে দেয়।
এ নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে ওসি মামলা নেননি। ওই নারী চিকিৎসা শেষে ২৫ মে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ করলে আদালত অভিযোগ আমলে নিয়ে বান্দরবান টুরিস্ট পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন।
এ মামলার আসামি সাবেক চেয়ারম্যান হাবীব উল্লাহ বলেন, মামলার বাদী ও স্বাক্ষীরা পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতোমধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।