খুনিকে গ্রেফতার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

 কুড়িগ্রাম প্রতিনিধি  
৩১ মে ২০২২, ১০:৫৫ পিএম  |  অনলাইন সংস্করণ
লাশ নিয়ে বিক্ষোভ
ছবি-যুগান্তর

কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নিহত বাপ্পীর (২৩) লাশ নিয়ে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

হত্যাকারীকে গ্রেফতার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্ষোভকারীরা এ কর্মসূচি পালন করেন। 

এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। এতে সড়ক পথে তিটি উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষুব্ধ বিড়ি শ্রমিক ও এলাকাবাসী কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রিভারভিউ স্কুল মোড়ে বাপ্পীর লাশ নিয়ে ৬ ঘণ্টা অবস্থান করেন। 

গতকাল সোমবার জলিল বিড়ি ফ্যাক্টরিতে কাজ নিয়ে কথা কাটাকাটির জেরে বাপ্পীকে টিস্যু কাটার কাচি দিয়ে কুপিয়ে হত্যা করে সহকর্মী খোকন মিয়া (৩২)। 

বাপ্পী পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। 

অভিযুক্ত খোকন একই এলাকার মৃত বোবা নজিরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

বিক্ষোভকারীদের দাবি, বিড়ি ফ্যাক্টরির মালিক স্থানীয় এমপি পনির উদ্দিন আহমেদ খুনির আত্মীয় হওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করছে না। 

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাদের সড়ক থেকে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। 

পরে পুলিশ কর্মকর্তারা খুনিকে গ্রেফতারের আশ্বাস দিলে বিকাল ৪টার কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। এ সময় রিভারভিউ স্কুল মাঠে জানাজা শেষে লাশ শহরের শহিদ মিনার এলাকার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। 

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খোকন মিয়াকে অভিযুক্ত করে সোমবার রাতে মামলা করেছেন। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় পরিবার থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। আমরা আসামিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন