ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

 কুড়িগ্রাম প্রতিনিধি 
০৪ জুন ২০২২, ১২:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় অপর একটি ট্রাকের চালকের সহকারী আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। 

গুরুতর আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার জুয়েল। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিয়া বাজার সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি বালু বোঝাই ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে ওই ট্রাকের হেলপার আলম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দাঁড়ানো ট্রাক থেকে জিয়া বাজারে মাল আনলোড করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই ট্রাকটি চাপা দেয়। ট্রাক থেকে মালামাল আনলোডরত শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে গেলেও দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার বুঝে উঠার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হ্য়।

এ নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘাতক ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

এদিকে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন