Logo
Logo
×

সারাদেশ

পুত্রবধূর ধাক্কায় প্রাণ গেল শাশুড়ির 

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৯:৫৮ এএম

পুত্রবধূর ধাক্কায় প্রাণ গেল শাশুড়ির 

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুত্রবধূর ধাক্কায় মারা গেছেন শাশুড়ি মর্জিন খাতুন। বুধবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দেবীশহর গ্রামে এ ঘটনা ঘটে। 

মর্জিনা খাতুন ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। অপরদিকে তার পুত্রবধূর নাম মিতা পারভিন। 

স্থানীয়দের বরাত দিয়ে দেবহাটা থানার ওসি ওবায়দুর রহমান জানান, রান্না করা নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি তার ছেলের বউকে দুটি থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে পুত্রবধূ মিতা পারভিন শাশুড়িকে জোরে ঘরের দেয়ালের সঙ্গে সজোরে আছড়ে আঘাত করে। মস্তিষ্কে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে আনা হলে রাতেই মারা যান তিনি। 

ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শাশুড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম