জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম
রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই আবদুস সামাদ (৭০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মৃত ছইর উদ্দিন মণ্ডলের বড় ছেলে আবদুস সামাদ ও ছোট ছেলে বেলাল উদ্দিনের মধ্যে পৈতৃক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছোট ভাই বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাই আবসুদ সামাদকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখম
রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই আবদুস সামাদ (৭০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মৃত ছইর উদ্দিন মণ্ডলের বড় ছেলে আবদুস সামাদ ও ছোট ছেলে বেলাল উদ্দিনের মধ্যে পৈতৃক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছোট ভাই বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাই আবসুদ সামাদকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।