আ.লীগের মিছিলে কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা জখম
ময়মনসিংহ ব্যুরো
২৪ জুন ২০২২, ১১:৫৭:৩৯ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মিছিলে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর টাউনহল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ছাড়া ফয়সাল নামে আরও এক ছাত্রলীগকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত নবরাজ নগরীর অমৃত বাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে। তিনি ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত জানান, অনুষ্ঠান শেষে মিছিল নিয়ে ফেরার সময় নবরাজের ওপর হামলা করে একদল কর্মী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়, মাথা ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ.লীগের মিছিলে কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা জখম
ময়মনসিংহে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মিছিলে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর টাউনহল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ছাড়া ফয়সাল নামে আরও এক ছাত্রলীগকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত নবরাজ নগরীর অমৃত বাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে। তিনি ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত জানান, অনুষ্ঠান শেষে মিছিল নিয়ে ফেরার সময় নবরাজের ওপর হামলা করে একদল কর্মী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ঘাড়, মাথা ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।