সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
পাবনার চাটমোহরে সাপের কামড়ে ফাতেমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত রব্বেল প্রামাণিকের স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর শোবারঘরের মাটির মেঝে মুছছিলেন ফাতেমা খাতুন। এ সময় ঘরের মেঝের মধ্যে থাকা একটি গর্তে আঙুল ঢুকিয়ে মোছার সময় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কামড় দেয়। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন ওই বৃদ্ধা (ফাতেমা)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
পাবনার চাটমোহরে সাপের কামড়ে ফাতেমা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত রব্বেল প্রামাণিকের স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর শোবারঘরের মাটির মেঝে মুছছিলেন ফাতেমা খাতুন। এ সময় ঘরের মেঝের মধ্যে থাকা একটি গর্তে আঙুল ঢুকিয়ে মোছার সময় লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কামড় দেয়। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন ওই বৃদ্ধা (ফাতেমা)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু।