ব্রাহ্মণবাড়িয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসির অংশগ্রহণ
যুগান্তর প্রতিবেদন
২৬ জুন ২০২২, ১০:৫১:৩১ | অনলাইন সংস্করণ
দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু শনিবার সকালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে গোটা জাতির স্বপ্ন পূর্ণতা পেল।
নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৬৪ জেলায় একযোগে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সকাল সাড়ে ৯টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ফারুকী পার্ক চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
র্যালিতে সিনিয়র সহকারী পরিচালক মো. নুরউদ্দিন মোল্লার নেতৃত্বে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
এছাড়াও এতে বিএডিসির উপপরিচালক ড. মোহাম্মদ সোলায়মান তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. রুবায়েত ফয়সাল আল মাসুমসহ সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সিনিয়র সহকারী পরিচালক মো. নুরউদ্দিন মোল্লার নেতৃত্বেবিএডিসির বর্ণাঢ্য র্যালি
র্যালি শেষে সকাল ১০টায় ফারুকী পার্ক চত্বরে সরাসরি সম্প্রচার করা কেন্দ্রীয় অনুষ্ঠানসহ আলোচনাসভা ও দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রাহ্মণবাড়িয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসির অংশগ্রহণ
দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু শনিবার সকালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে গোটা জাতির স্বপ্ন পূর্ণতা পেল।
নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৬৪ জেলায় একযোগে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সকাল সাড়ে ৯টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ফারুকী পার্ক চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
র্যালিতে সিনিয়র সহকারী পরিচালক মো. নুরউদ্দিন মোল্লার নেতৃত্বে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
এছাড়াও এতে বিএডিসির উপপরিচালক ড. মোহাম্মদ সোলায়মান তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. রুবায়েত ফয়সাল আল মাসুমসহ সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সিনিয়র সহকারী পরিচালক মো. নুরউদ্দিন মোল্লার নেতৃত্বে বিএডিসির বর্ণাঢ্য র্যালি
র্যালি শেষে সকাল ১০টায় ফারুকী পার্ক চত্বরে সরাসরি সম্প্রচার করা কেন্দ্রীয় অনুষ্ঠানসহ আলোচনাসভা ও দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।