শাহজাদপুরে ২ শতাধিক গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে ব্যাপক হারে গরুর ল্যাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এ রোগে অন্তত দুই শতাধিক গরু আক্রান্ত হয়েছে। প্রতিদিনই এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে খামারি ও কৃষকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮০ হাজার গরু লালন পালন করা হচ্ছে। এখানে খামার রয়েছে প্রায় ৭ হাজার। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে খামারি ও কৃষকরা ৪৫ হাজার ষাঁড় গরু লালন পালন ও মোটাতাজা করে প্রস্তুত করছেন। তারা এলাকার চাহিদা পূরণ করে এ বছরও ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন পশুর হাটে গরু বিক্রি করবেন। কিন্তু হঠাৎ এ রোগ দেখা দেওয়ায় গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ছোট চামতারা গ্রামের ইয়ামিন মোল্লা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে তিনি দুটি ষাঁড় গরু ২ লাখ টাকা দিয়ে কিনে লালন পালন করছেন। গরুর খাওয়া খরচ বাবদ বছরে এক লাখ টাকা খরচ হয়েছে। এক সপ্তাহ আগে গরু দুটি ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, উপযুক্ত দামে গরু দুটি বিক্রি করতে না পারলে সারা বছর না খেয়ে থাকতে হবে। গরু দুটি নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
রোববার দুপুরে পোতাজিয়া গ্রাম ঘুরে দেখা যায়, এ গ্রামের খামারি ফরহাদ হোসেনের পাঁচটি গরু, গোলাম মোরশেদের একটি ও মানিক ব্যাপারীর একটি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।
পোতাজিয়া গ্রামের পশু চিকিৎসক সাইদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে পোতাজিয়া ও এর আশপাশ এলাকার অন্তত দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় অর্ধেক ভালো হয়েছে। বাকি অর্ধেকের চিকিৎসা চলছে।
তবে এ রোগে আক্রান্ত হয়ে কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, গত এক সপ্তাহে দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হলেও চিকিৎসায় অধিকাংশ ভালো হয়েছে। এছাড়া এ রোগ যাতে আর ছড়াতে না পারে সেজন্য সুস্থ গরুকে ভ্যাকসিন দিচ্ছি।
শাহজাদপুরে ২ শতাধিক গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৮:১৭:৫৮ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে ব্যাপক হারে গরুর ল্যাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এ রোগে অন্তত দুই শতাধিক গরু আক্রান্ত হয়েছে। প্রতিদিনই এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে খামারি ও কৃষকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮০ হাজার গরু লালন পালন করা হচ্ছে। এখানে খামার রয়েছে প্রায় ৭ হাজার। এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে খামারি ও কৃষকরা ৪৫ হাজার ষাঁড় গরু লালন পালন ও মোটাতাজা করে প্রস্তুত করছেন। তারা এলাকার চাহিদা পূরণ করে এ বছরও ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন পশুর হাটে গরু বিক্রি করবেন। কিন্তু হঠাৎ এ রোগ দেখা দেওয়ায় গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ছোট চামতারা গ্রামের ইয়ামিন মোল্লা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে তিনি দুটি ষাঁড় গরু ২ লাখ টাকা দিয়ে কিনে লালন পালন করছেন। গরুর খাওয়া খরচ বাবদ বছরে এক লাখ টাকা খরচ হয়েছে। এক সপ্তাহ আগে গরু দুটি ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, উপযুক্ত দামে গরু দুটি বিক্রি করতে না পারলে সারা বছর না খেয়ে থাকতে হবে। গরু দুটি নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
রোববার দুপুরে পোতাজিয়া গ্রাম ঘুরে দেখা যায়, এ গ্রামের খামারি ফরহাদ হোসেনের পাঁচটি গরু, গোলাম মোরশেদের একটি ও মানিক ব্যাপারীর একটি গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।
পোতাজিয়া গ্রামের পশু চিকিৎসক সাইদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে পোতাজিয়া ও এর আশপাশ এলাকার অন্তত দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসায় অর্ধেক ভালো হয়েছে। বাকি অর্ধেকের চিকিৎসা চলছে।
তবে এ রোগে আক্রান্ত হয়ে কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, গত এক সপ্তাহে দুই শতাধিক গরু এ রোগে আক্রান্ত হলেও চিকিৎসায় অধিকাংশ ভালো হয়েছে। এছাড়া এ রোগ যাতে আর ছড়াতে না পারে সেজন্য সুস্থ গরুকে ভ্যাকসিন দিচ্ছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023