দোহার পৌর নির্বাচন, ক্রমেই সরগরম হচ্ছে মাঠ
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
৩০ জুন ২০২২, ২২:৪৩:২৮ | অনলাইন সংস্করণ
ঢাকার দোহার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ক্রমেই সরগরম হচ্ছে ভোটের মাঠ। চায়ের স্টল, হাট-বাজারসহ পথে-ঘাটে এখন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, কমিশনারদের নিয়ে চলছে ভোটের হিসাব-নিকাশ। কে হবেন মেয়র, কে হবেন কমিশনার- এ নিয়েই চলছে নানা হিসাব-নিকাশ।
দোহার পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৬৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মেয়র পদে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন- নজরুল ইসলাম, সফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, ফরহাদ হোসেন, আব্দুর রহমান আকন্দ, জামাল উদ্দিন, মো. আলমাস উদ্দিন, নুরুল ইসলাম।
এদের মধ্যে ৩০ জুন বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মেয়র প্রার্থী সফিকুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল ঘোষিত হয়। বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আশ্রাফুল আলম।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ হয়। সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়। বাকি ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- তুষার পাল, সোহেল রানা, মো. জহির জহু, ফারুক, এহসানুল মুকিত, আব্দুল আওয়াল, আনসারী খান, রাজিব শরিফ, শামীম আহমেদ।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন। অপরদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৭ জুলাই ও ভোটগ্রহণ ২৭ জুলাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দোহার পৌর নির্বাচন, ক্রমেই সরগরম হচ্ছে মাঠ
ঢাকার দোহার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ক্রমেই সরগরম হচ্ছে ভোটের মাঠ। চায়ের স্টল, হাট-বাজারসহ পথে-ঘাটে এখন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, কমিশনারদের নিয়ে চলছে ভোটের হিসাব-নিকাশ। কে হবেন মেয়র, কে হবেন কমিশনার- এ নিয়েই চলছে নানা হিসাব-নিকাশ।
দোহার পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৬৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মেয়র পদে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন- নজরুল ইসলাম, সফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, ফরহাদ হোসেন, আব্দুর রহমান আকন্দ, জামাল উদ্দিন, মো. আলমাস উদ্দিন, নুরুল ইসলাম।
এদের মধ্যে ৩০ জুন বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মেয়র প্রার্থী সফিকুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল ঘোষিত হয়। বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আশ্রাফুল আলম।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ হয়। সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়। বাকি ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- তুষার পাল, সোহেল রানা, মো. জহির জহু, ফারুক, এহসানুল মুকিত, আব্দুল আওয়াল, আনসারী খান, রাজিব শরিফ, শামীম আহমেদ।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ পাবেন। অপরদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৭ জুলাই ও ভোটগ্রহণ ২৭ জুলাই।