মেঘনায় মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে একটি ট্রলারসহ ১৮ জেলকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার অভিযান চালিয়ে চরচেঙ্গা এলাকার নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়।
কোস্টগার্ড জানায়, সাগরে মাছ ধরতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি ট্রলারসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা মাছ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল জানান, মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেঘনায় মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে একটি ট্রলারসহ ১৮ জেলকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার অভিযান চালিয়ে চরচেঙ্গা এলাকার নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়।
কোস্টগার্ড জানায়, সাগরে মাছ ধরতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি ট্রলারসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা মাছ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল জানান, মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।