কোম্পানীগঞ্জে রোহিঙ্গা নাগরিক আটক
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৯:৫৩:৩৬ | অনলাইন সংস্করণ
কক্সবাজার থেকে পালিয়ে আসা আব্দুর রহিম (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে আটক করেছে পুলিশ। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ৪নং ডিপো ক্যাম্প-২, ৪নং টাওয়ার, ব্লক ক্যাম্প-২’এ পরিবারের সঙ্গে বসবাস করত।
শনিবার দুপুর ১২টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘুরাফেরার সময় তাকে আটক করা হয়। তার বাবার নাম নূর মোহাম্মদ।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. সফিকুল ইসলাম রাজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে কোম্পানীগঞ্জ থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে রোহিঙ্গা নাগরিককে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিক আব্দুর রহিম অপরিচিত একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে কক্সবাজার থেকে এখানে পালিয়ে এসেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে রোহিঙ্গা নাগরিক আটক
কক্সবাজার থেকে পালিয়ে আসা আব্দুর রহিম (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে আটক করেছে পুলিশ। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ৪নং ডিপো ক্যাম্প-২, ৪নং টাওয়ার, ব্লক ক্যাম্প-২’এ পরিবারের সঙ্গে বসবাস করত।
শনিবার দুপুর ১২টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘুরাফেরার সময় তাকে আটক করা হয়। তার বাবার নাম নূর মোহাম্মদ।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. সফিকুল ইসলাম রাজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে কোম্পানীগঞ্জ থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে রোহিঙ্গা নাগরিককে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিক আব্দুর রহিম অপরিচিত একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে কক্সবাজার থেকে এখানে পালিয়ে এসেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।