চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

 চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
১৪ জুলাই ২০২২, ০৩:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে স্বজন সমাবেশের আয়োজনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুবের সভাপতিত্বে উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক আবদুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আমিনুল ইসলাম লাল মিয়া, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. আজিজ আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, আ. রহিম দুলাল প্রমুখ।

সভাশেষে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. আজিজ আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমীন সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ভোরের দর্পণ প্রতিনিধি মো. ফজলুল হক, আজকের পত্রিকা প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, চ্যানেল ৬৯টিভির চেয়ারম্যান আলমগীর হোসাইন, দৈনিক সমাচার প্রতিনিধি সাবেদ আলী মণ্ডল, মানবকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকি, আমার বাংলা প্রতিনিধি রাফিউল ইসলাম রাফি, রবিউল ইসলাম রুবেল প্রমুখ। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : স্বপ্নদ্রষ্টার মৃত্যু নাই

জেলার খবর
অনুসন্ধান করুন