ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক ব্যক্তি নিহত

 রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
১৮ জুলাই ২০২২, ০১:০০ এএম  |  অনলাইন সংস্করণ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তার বাড়ি উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিচিন্তাপুর এলাকায়। শনিবার (১৬ জুলাই) ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমানের সুইক এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওমান প্রবাসী এমরান হোসেন বলেন, ওমানের কাবুরা সানাইয়া এলাকায় দোকান করতেন ইসমাইল। ঘটনার দিন খাবার নিয়ে আসার সময় হঠাৎ দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মারা যান।

হোছনাবাদ ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান দানু মিয়া বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। ইসমাইল পরিবারের চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তার সংসারে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন