নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল থেকে মো. ফয়েজ আহমেদ (২৬) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
এ সময় আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লাইটগান ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেফতার ফয়েজ আহম্মদ উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের বেচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ফয়েজ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে তিনি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল থেকে মো. ফয়েজ আহমেদ (২৬) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
এ সময় আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লাইটগান ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেফতার ফয়েজ আহম্মদ উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের বেচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ফয়েজ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে তিনি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।