পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
কুমিল্লায় পানিতে ডুবে ইসমাইল (৪) এবং রোজা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা ফুফাতো এবং মামাতো ভাইবোন। তাদের মধ্যে রোজা ইসমাইলের মামাতো বোন। সে ইসমাইলদের বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ২ শিশু খেলাধুলা শেষে বাড়ির পাশের মৎস্য প্রকল্পে গোসল করতে যায়। রাত হয়ে গেলে স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের মৎস্য প্রকল্পের একটি পুকুর পাড়ে তাদের জামাকাপড় দেখতে পায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় প্রথমে ছেলে শিশু ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। পরে অপর শিশু রোজার লাশ খুঁজে না পেয়ে দফায় দফায় জাল ফেলে অন্তত আড়াই ঘণ্টা পর রোজার লাশ খুঁজে পাওয়া যায়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, গোসল করতে গিয়ে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
কুমিল্লায় পানিতে ডুবে ইসমাইল (৪) এবং রোজা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা ফুফাতো এবং মামাতো ভাইবোন। তাদের মধ্যে রোজা ইসমাইলের মামাতো বোন। সে ইসমাইলদের বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ২ শিশু খেলাধুলা শেষে বাড়ির পাশের মৎস্য প্রকল্পে গোসল করতে যায়। রাত হয়ে গেলে স্বজনরা তাদের খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের মৎস্য প্রকল্পের একটি পুকুর পাড়ে তাদের জামাকাপড় দেখতে পায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় প্রথমে ছেলে শিশু ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। পরে অপর শিশু রোজার লাশ খুঁজে না পেয়ে দফায় দফায় জাল ফেলে অন্তত আড়াই ঘণ্টা পর রোজার লাশ খুঁজে পাওয়া যায়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, গোসল করতে গিয়ে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।